রক্তে রাঙানো বিজয়

জেসমিন সুলতানা চৌধুরী | রবিবার , ৩ জানুয়ারি, ২০২১ at ১০:১৩ পূর্বাহ্ণ

বিজয় তুমি গোটা সাগর রক্ত দামে কেনা,
বুলেট ক্ষতে ঝাঁঝরা দেহ যায়নি ভাইদের চেনা।
পাক্‌ হায়েনার অত্যাচারে আগুন জ্বলে দেশে,
নদীর স্রোতে লাশের কতো বহর গেছে ভেসে!

দলে দলে শরণার্থী ভিটেমাটি ছাড়ে,
আকাশ ফাটা আর্তনাদে নারীর সম্ভ্রম কাড়ে!
পাক্‌ হায়েনার হিংস্র থাবায় হাত-পা হারায় কতো,
পঙ্গু হয়ে ধুঁকে ধুঁকে কষ্টে বাঁচে শতো।

নতুন ভোরের সূর্য হয়ে জ্বাললে আলো দ্বারে,
লাল সবুজের বিজয় কেতন উড়ল নানান ধারে।
এলে তুমি মাঠের পানে ক্ষেতের ধানে সুরের তানে,
মন মাতানো হৃদ জুড়ানো ছন্দ সুরে গানে।

ধনী-গরিব স্বপ্ন বুনে হৃদয় দুয়ার খুলে,
কাঁধ মিলিয়ে ঐক্য গড়ে সব ভেদাভেদ ভুলে।
মুক্ত হাওয়ায় মুক্ত শ্বাসে স্বপ্ন সোনার দেশে,
কর্ম করে ভাগ্য গড়ে আপন আপন বেশে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বছর
পরবর্তী নিবন্ধবই পড়া