ফ্রান্সের পণ্য বর্জনসহ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান

ইসলামিক ফ্রন্টের সমাবেশ

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, তথাকথিত সভ্য রাষ্ট্রের দাবিদার ফ্রান্সের প্রতিক্রিয়াশীল আচরণ সভ্যতার গালে চপেটাঘাত। তিনি ফ্রান্সের নির্মমতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। এছাড়াও ফ্রান্সের পণ্য বর্জনসহ মুসলিম রাষ্ট্রসমূহকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহবান জানান। ইসলামিক ফ্রন্ট মহানগরের উদ্যোগে গতকাল বুধবার জমিয়তুল ফালাহ চত্বরে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গ চিত্র প্রদর্শনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এইচ এম মুজিবুল হক শুক্কুরের সমাবেশে উদ্বোধক ছিলেন, ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন। প্রধান বক্তা ছিলেন, এম সোলায়মান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন, কাজী আনোয়ারুল ইসলাম খান, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, অধ্যক্ষ কাজী আব্দুল হান্নান, শায়খুল হাদিস এনামুল হক সিকদার। শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইমরুল আজম
পরবর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মদিনায় মাহফিল আজ