ফেল থেকে পাস ৭৬ জন

নতুন করে জিপিএ-৫ পেল ৫৭ জন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ মার্চ, ২০২৩ at ৪:২৫ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে ৫৭ জন পরীক্ষার্থী জিপিএ৫ পেয়েছে। আর নতুন করে পাস করেছে ৭৬ জন। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে এই ৭৬ শিক্ষার্থীর ফল ফেল আসে। সব মিলিয়ে এইচএসসি’র ফল পুনঃনিরীক্ষণের পর মোট ৩৫৭ পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে (জিপিএ বেড়েছে)। গতকাল (১০ মার্চ) পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। প্রকাশের পর শুক্রবার সকাল থেকেই বোর্ডের ওয়েবসাইটে (িি.িনরংবপঃম.মড়া.নফ) এ ফল পাওয়া যাচ্ছে।

বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে এবার ৩৯ হাজার ৪৪টি আবেদন পড়ে। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে ১২ হাজার ২৩ শিক্ষার্থী এসব আবেদন করে।

উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ৮০ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর প্রথম দফায় প্রকাশিত ফলে জিপিএ৫ পায় ১২ হাজার ৬৭০ জন। পুনঃনিরীক্ষণের পর জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরো ৫৭ জন বেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ব্রিকফিল্ড থেকে দুজনকে অপহরণ
পরবর্তী নিবন্ধউত্তর ও দক্ষিণ জেলার কর্মসূচি শহরে