ফেনী সরকারি কলেজে বাস চাই

| মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

ফেনী জেলার একটি প্রসিদ্ধ বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজ। দক্ষিণপূর্ব বাংলার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান এটি। এটি ফেনী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাত্র এক বছর পর অর্থাৎ ১৯২২ সালে প্রতিষ্ঠার পর থেকে কলেজটি ফেনী শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিমাণ অবদান রেখে চলছে। উদাহরণস্বরূপ বলা যায়, এই কলেজ থেকে পড়ে প্রতি বছর উল্লেখযোগ্য পরিমান শিক্ষার্থী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য সকল বিশ্ববিদ্যালয়, মেডিকাল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থান করে নিচ্ছে। এছাড়াও কলেজটিতে বর্তমানে ১৫টি বিষয়ে অনার্স কোর্স, ১০টি বিষয়ে মাস্টার্স ১ম পর্ব (প্রিলিমিনারি) ও ৭টি বিষয়ে মাস্টার্স শেষ পর্ব কোর্স চালু রয়েছে। বর্তমানে কলেজটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৪ হাজার। কিন্তু দুঃখের বিষয় এই কলেজে একটিও কলেজ বাস নেই। বর্তমানের দেশের অনেক অখ্যাত স্কুলকলেজে নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। যার সাহায্য শিক্ষার্থী বিনামূল্য কিংবা সূলভ মূল্যে পরিবহন সেবা পেতে পারে। অথচ, এই কলেজে অনেক দূরদূরান্ত থেকে যেমন মীরসরাই, নোয়াখালীর মত স্থান থেকে শিক্ষার্থী আসাযাওয়া করে। কলেজ বাস থাকলে তাদের কষ্টের অনেক খানি লাঘব হতো। তাই শিক্ষার্থী তথা আগামীর দেশ গড়ার কারিগরদের কথা বিবেচনা করে দ্রুত এই কলেজে প্রতিষ্ঠানিক বাসের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া,

শিক্ষার্থী১ম বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, ফেনী সরকারি কলেজ

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত সিং : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক
পরবর্তী নিবন্ধচার টুকরো ইলিশ মাছ সমাচার ও একজন রিকশাওয়ালার মনোবাসনা