ফেইমের সুখী রাজকুমার ও প্রতীক্ষা অন্তহীন

| রবিবার , ৩ জুলাই, ২০২২ at ৫:০২ পূর্বাহ্ণ

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে দুই দিনব্যাপী নাট্য উৎসব অনুষ্ঠিত হয়। নগরীর থিয়েটার ইন্‌স্টিটিউট মিলনায়তনে গত ১ ও ২ জুলাই ফেইম নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের সাম্প্রতিক সময়ের দুটি দর্শকপ্রিয় প্রযোজনা নিয়ে এই আয়োজন করা হয়।
অস্কার ওয়াইল্ডের বিখ্যাত গল্প ‘দ্য হ্যাপি প্রিন্স’ অবলম্বনে নাটক ‘সুখী রাজকুমার’ মঞ্চস্থ হয় গত ১ জুলাই। নাটকটির দুটি মঞ্চায়ন করে ফেইম শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীরা। গতকাল শনিবার সন্ধ্যা ৭ টায় ফেইম নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করে স্যামুয়েল বেকেটের নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন…’। ফেইম নাট্যকলা বিভাগের ২৬তম প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক অসীম দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্চি ছেড়ে যা ‘মিস’ করছেন মীর
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহার কমপ্লেক্স উদ্বোধন