ফুলেল ফুড ও মক্কা হোটেলকে ৫ লক্ষ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিযানে নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদন করায় মোহরাস্থ ফুলেল ফুড প্রোডাক্টসকে ৩ লক্ষ টাকা এবং অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাবার তৈরি ও বাসি খাদ্যদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মুরাদপুরস্থ মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার নগরীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে নগরীর পাঠানটুলী চৌমুহনী ও হালিশহর রোডের ফুটপাত ও রাস্তা দখল করে দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী স্তূপ করে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টির দায়ে ১৭ দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধনিজের চিংড়ি মহালের ইজারা বাতিলের নির্দেশ ভূমিমন্ত্রীর
পরবর্তী নিবন্ধসুবর্ণে স্বাধীনতা সমুজ্জ্বল কবিতা