ফুলকিতে অভিভাবকদের নিয়ে অরিগ্যামি কর্মশালা

| রবিবার , ১১ জুলাই, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

ফুলকি পরিবারের অভিভাবকদের জন্য গত ৯জুলাই অনুষ্ঠিত হলো অরিগ্যামি তৈরি অনলাইন প্রশিক্ষণ কর্মশালা । কর্মশালায় ফুলকির বিভিন্ন প্রকল্পের ৩৫জন অভিভাবক নিবন্ধন করে এই কর্মশালায় যোগদান করেন। অনলাইন এ কর্মশালা শুক্রবার জুম সফটওয়ারের মাধ্যমে পরিচালিত হয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন ফুলকির সুহৃদ চারুকলা বিভাগের শিক্ষক রাবেয়া বসরী। কর্মশালায় ‘কাগজের ফুল ও ফল স্ট্রবেরী’ বানানো হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমান সময়ের মহামারীতে অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের নিয়ে বাসায় কাগজ ভাজ করে নানরকম অরিগ্যামি বানাতে সাহায্য করতে পারবেন এমনটাই আশা ফুলকির। আগামী দিনে অভিভাবকদের জন্য আরো নানা বিষয়ের কর্মশালা নিয়ে ফুলকির এমন অনলাইন আয়োজন অব্যাহত থাকবে। কর্মশালা সমন্বয় করেন ফুলকির সুহৃদ চারুকলা বিভাগের শিক্ষক আবদুর রাজ্জাক। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধফলদ গাছ কেটে জায়গা উদ্ধার করল বনবিভাগ
পরবর্তী নিবন্ধজাফর আহমদ চৌধুরীর কবরে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি