স্বাধীন বাংলা ফুটবল দল গড়ে তোলার জানা-অজানা গল্প নিয়ে ‘দেবী’র পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করছেন চলচ্চিত্র ‘ফুটবল ১৯৭১’।
আরিফিন শুভর পর চমক দেখিয়ে এ সিনেমায় যুক্ত হয়েছেন নুসরাত ফারিয়া। রোববার চুক্তিপত্রের ছবি ফেইসবুকে পোস্ট করে ফারিয়া লিখেছেন, আমার পরবর্তী কাজ, অনম বিশ্বাসের সঙ্গে।
নতুন সিনেমায় যুক্ত হওয়া নিয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে নুসরাত ফারিয়ার সাড়া মেলেনি। খবর বিডিনিউজের।
চিত্রনায়ক আরিফিন শুভ বলেন, আমি অনম দাদার কাজের একজন ভক্ত। উনার কাজ আর গল্পের কারণেই সিনেমাটিতে আমার যুক্ত হওয়া। আশা করছি দারুণ কিছু তৈরি হবে।
শুভ-ফারিয়ার চরিত্র জানতে চাইলে নির্মাতা অনম বিশ্বাস বলেন, সিনেমায় আরিফিন শুভকে দেখা যাবে একজন সংগঠক হিসেবে।