পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও চৌধুরী পাড়া এলাকায় দেড় মাস আগে ফুটবল খেলতে গিয়ে আহত শিশু মো. সোয়াত (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল শনিবার বেলা ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু সোয়াত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে উপজেলার পশ্চিম হাইদগাঁও প্রবাসী আবুল হাসনাত মো. রাসেলের পুত্র।
জানা গেছে, গত রমজানের ঈদের পরে মে মাসের শেষের দিকে শিশু সোয়াত তার বন্ধুদের নিয়ে বাড়ির উঠানে ফুটবল খেলার এক পর্যায়ে উঠানে রাখা ইটের স্তুুপে গিয়ে পড়ে। তার মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাত লাগে। তাকে দীর্ঘদিন চিকিৎসা দেয়ার পর প্রথমে কিছুটা ভাল হলেও পরে তার অবস্থার অবনতি ঘটে। গতকাল শনিবার সোয়াত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।