ফুটপাত থেকে শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ

আট ব্যবসায়ীকে চসিকের ৩৯ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরের আমবাগান সড়ক, অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, অঙিজেন মোড় এলাকায় রাস্তা ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ সময় সড়ক ও ফুটপাত দখলে নিয়ে প্রতবন্ধকতা সৃষ্টির দায়ে আট ব্যবসায়ীকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল পরিচালিত পৃথক দুটি উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। অভিযানে অংশ নেন ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। সংশ্লিষ্টরা জানান, অক্সিজেন মোড়, বঙ্গবন্ধু এভিনিউর অঙিজেন-কুয়াইশ সংযোগ সড়কের নয়াহাট পর্যন্ত রাস্তার উভয় পাশের অবৈধ দোকানপাট এবং আতুরার ডিপো বাজার এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে নির্মিত শতাধিক দোকানপাট উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মালামালগুলি জব্দ করা হয়। এ সময় রাস্তার উপর অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি ও রাস্তার জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণসহ দোকানের অংশ বর্ধিত করার দায়ে চারজনকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া পাহাড়তলী আমবাগান সড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী ও লোহার এঙ্গেল রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে চারজনকে ১৭ হাজার টাকা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধএসি বাসে ১০ হাজার ইয়াবা শাহ আমানত সেতু এলাকায় গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধচারটি চোরাই সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার ২