ফিরে এসো প্রিয় রাসেল

শিবুকান্তি দাশ | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

যার কথা আজ গান কবিতা ভোরে ফুলের হাসি
সেই তো রাসেল! বাংলাদেশের ভালোবাসা বাসি
তাকে নিয়ে জাতির পিতার স্বপ্ন ছিল কত
হাসু বুবু ভাবি ভাইয়া ভাবতো অবিরত।

একটু চোখের আড়াল হলেই উথাল পাতাল বাড়ি
তার যে ছিল বেবিসাইকেল ছুটতো তাড়াতাড়ি
পায়রা পাখি খুব প্রিয় তার নিজেই খাবার দিতো
সকাল বিকাল নিজের মতো ওদের যত্ন নিতো।

ধানমন্ডির বত্রিশে ঘুরতো রাসেল একা
লেকের পাড়ে পেয়ারা তলায় তার সাথে হয় দেখা
গরীব দুখি বন্ধু পেলে খাতির করতো খুব সে
মায়ের কাছে নিয়ে তাদের খাইয়ে দিতো চুপসে।

ইশকুলে সে পড়তো জানো সবার ছিল প্রিয়
তাকে সবাই প্রাণ থেকে আজ ভালোবাসা দিও
আজকে রাসেল থাকলে বেঁচে থাকতো বুবুর পাশে
পুব আকাশে নতুন দিনের সূর্য যেমন হাসে।

পূর্ববর্তী নিবন্ধরাসেল
পরবর্তী নিবন্ধরাসেল সোনা