ফিরিয়ে দাও আমাদের কর্ণফুলী

আলী আকবর বাবুল | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনা থেকে শাহ আমানত জি পর্যন্ত কর্ণফুলী নদীকে ভরাট করে পরিকল্পনাহীন বিভিন্ন স্থাপনা তৈরি করে যা আদৌ সাধারণ মানুষের উপকারে আসেনি, বোট ক্লাব থেকে শুরু করে, মাঝিরঘাট এলাকা, নেভার টু খ্যাত সদরঘাট এরিয়া, বাঁশ ঘাটা থেকে চাকতাই খালের মোহনা পর্যন্ত, ব্যক্তিগত হীন স্বার্থ, কতিপয় কিছু লোকের উচ্চ বিলাসিতা এবং স্বার্থ হাসিলের লক্ষ্য, নতুন মাছ বাজার স্থাপন করা হয়। যা আদৌ বিধি সম্মত বা আইন সম্মত পড়ে না, প্রাচীনতম পুরানো একটা মাছ বাজার থাকা অবস্থায়, নতুন মাছ বাজার প্রতিষ্ঠা কিসের উদ্দেশ্য হলো, সর্বসাধারণের প্রশ্ন? উপরোক্ত স্থাপনাগুলো করতে গিয়ে কর্ণফুলী নদীর আকার ছোট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে ঘূর্ণিঝড, জলোচ্ছ্বাস, জোয়ারের পানি বৃদ্ধি পেলে, পুরা শহরময় পানিতে থই থই করে। নেভাল টু খ্যাত সদরঘাটস্থ বিনোদন স্থাপন টা, আমদামীকৃত লোহার বজ্য খোলা কাভার্ড ভ্যান করে বিভিন্ন মিল- ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হচ্ছে, যা পুরা শহরময় বাতাসের সাথে লোহার কণা মিশ্রিত হয়ে, পরিবেশ দূষণ করছে, শিশুদের নিউমোনিয়া বয়স্কদের শ্বাসকষ্ট দিন দিন বৃদ্ধি পাচ্ছে, জনমনের প্রশ্ন এইসব অবৈধ স্থাপনাগুলো করতে গিয়ে কর্ণফুলী নদীকে ছোট করে ফেলল। পরিবেশ অধিদপ্তর, নদী শাসন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করাতে, চট্টগ্রামের শহর অপরিকল্পিত নগরীতে প্রমাণিত হচ্ছে। অন্যদিকে সৌন্দর্য বৃদ্ধিকরণের নামে, হরি লুট হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখেও না দেখার ভান করে আছে। অনতিবিলম্বে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে চট্টগ্রামবাসীর কাছে ফিরিয়ে দেয়া হোক।

পূর্ববর্তী নিবন্ধঅভিমান
পরবর্তী নিবন্ধপ্রকৃতির পালাবদলের সৌন্দর্য