অভিমান

স্মরণিকা চৌধুরী | বুধবার , ১৬ নভেম্বর, ২০২২ at ৭:৪০ পূর্বাহ্ণ

আমরা কুঁড়ি ফুটব বলে দুচোখ রাখি খোলা
মগজ মনন মেধাতে যে রাখো অনেক ঝোলা
পড়াশোনায় মন বসাতে ব্যাগকে হালকা করো
বইয়ের মাঝে আনন্দেরই গল্প খানিক ভরো।

ছোট্ট শিশু আমরা সবে ভুলেই তোমরা যাও
গাধার মতো পিঠে বোঝা বইতে কেবল দাও।
মন বসে না পড়াশোনায় খেলার নেই যে মাঠ
একটুখানি খেললে তবে ভালো হবে পাঠ।

শুধুই বকা দিতে থাকো বুঝো না মনের ব্যথা
আমরা শিশু পারি নাকো বলতে মনের কথা।
জ্ঞানেরই ভান্ডার আছে প্রকৃতিরই কাছে
বিধি নিষেধ দিয়ে পাঠাও চার দেয়ালের আঁচে।

বড়ো যখন হবো সবে দেশের জন্য শিখব
শিশুকালে একটু না হয় দুষ্টামিতে লিখব।
পড়াশোনার চাপ কমিয়ে খেলতে এবার দাও
শিশু দিবস পালন করে সিদ্ধান্তটা নাও।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল টাওয়ার চাই
পরবর্তী নিবন্ধফিরিয়ে দাও আমাদের কর্ণফুলী