ফিক্সড ডিপোজিট থেকে ৫০ লাখ টাকা আত্মসাৎ

মহেশখালীতে পূবালী ব্যাংকের ব্যবস্থাপকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ৬:২০ পূর্বাহ্ণ

নিজের ফিক্সড ডিপোজিট করা একাউন্ট থেকে ৫০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক মহেশখালী শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলামসহ (৫০) তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন একজন গ্রাহক। গতকাল সোমবার কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে শামসুল আলম (৮২) নামে এক গ্রাহক এই মামলা দায়ের করেন। ব্যাংকের ম্যানেজার ছাড়াও মামলার বাকি দুই আসামি হলেন- মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদারপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ রশিদের ছেলে মিজানুর রহমান (২৮) ও তার ভাই জিয়াউর রহমান (২৩)। আদালত অভিযোগটি শুনানির পর তা তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সুপারকে দায়িত্ব দেন।
মামলার বাদী শামসুল আলম মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলীর মৃত মোজাহের মিয়ার ছেলে। বাদি পক্ষের প্রধান আইনজীবী রমিজ আহমদ জানান, মাতারাবড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ ২টি চেকমূলে পাওয়া (একটি চেকে ৭৪ লক্ষ ৫৯ হাজার ৫৯১ টাকা, অপর চেকে ১১ লক্ষ ৩৭ হাজার ২০৪ টাকা) টাকা পূবালী ব্যাংক মহেশখালী শাখার নিজ একাউন্টে রাখেন বৃদ্ধ শামসুল আলম। পরে ব্যাংক ব্যবস্থাপক শফিকুল ইসলামের পরামর্শে ২০১৯ সালের ১২ নভেম্বর ৭০ লক্ষ টাকার একটি ‘ফিক্সড ডিপোজিট’ একাউন্ট খুলেন। পরবর্তীতে এ বছরের ১১ অক্টোবর শামসুল আলমের ‘ফিক্সড ডিপোজিট’ করা ৭০ লক্ষ টাকার মুনাফার বিষয়ে জানতে চাইলে ব্যাংক কর্তৃপক্ষ শামসুল আলমের একাউন্টে মাত্র ২০ লাখ টাকা জমা আছে বলে জানান। পরে ব্যাংক থেকে হিসাব বিবরণী সংগ্রহ করে দেখা যায়, যেখানে ১ বছরে মুনাফাসহ প্রায় ৭৬ লক্ষ টাকা জমা থাকার কথা ছিল; সেখানে জমা আছে মাত্র ২০ লক্ষ টাকা। ভুক্তভোগী শামসুল আলম জানান, তার ব্যাংক হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে নগদ উত্তোলন দেখিয়ে মিজানুর রহমান, জিয়াউর রহমান ও ম্যানেজার শফিকুল ইসলাম সেই টাকা আত্মসাৎ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসকালে সিএমপি কমিশনারের পরিদর্শন বিকালে ওসি বদলি
পরবর্তী নিবন্ধতিন কোটি ডোজ টিকা বিনামূল্যে দেবে সরকার