ফাগুন ভালোবাসা

মল্লিকা বড়ুয়া | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

তুমি আমার বুকের ভিতর
এক টুকরো চাঁদ,

তোমায় ভেবে কেটে যায়
আমার দিন ও রাত।
তুমি আমার নাম না জানা
হাজার কবিতা
তুমি আমার স্বপ্ন রাজ্যে
উড়ে আসা ঝরা পাতা।
তুমি আমার সকাল বেলার
মিষ্টি রোদের হাসি
তাই তো আমার সব হারিয়ে
তোমায় ভালোবাসি।
তুমি আমার আগুন রঙা
ফাগুন ভালোবাসা
তোমার জন্য কাঁদা আমার
তোমার জন্য হাসা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ এখন বিশ্বের উন্নয়ন মডেল
পরবর্তী নিবন্ধফাগুনের প্রহরে