বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়ন মডেল

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ ব্যাংকের এক রিপোর্ট মতে, করোনার গত দেড় বছরে ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে ১৭ হাজার। এসব কথামালার সার কথা, বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়ন মডেল। এটা ঠিক দেশের উন্নতি হচ্ছে স্বাধীনতার পর থেকেই এবং তা কখনো কিছু বেশি কখনো কিছু কম।
তাই দেশ আজ গরিব দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশভুক্ত হয়েছে। মধ্য আয়ের দেশভুক্ত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ‘জাতীয় মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১’ এর প্রক্ষেপণে বলা হয়েছে ২০৩০ সালের মধ্যেই বিশ্বের ২৪তম বড় অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি পরিপূর্ণ ডিজিটাল অর্থনীতির দেশ। আইএমএফ’র সাম্প্রতিক প্রক্ষেপণে মতে, ক্রয়ক্ষমতার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির আকার চলতি জানুয়ারী মাসে ট্রিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে, যা বাড়তে বাড়তে দেড় ট্রিলিয়ন ডলার হবে ২০২৬ সালে।

এম. এ.গফুর

বলুয়ার দীঘীর দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশাহ আবদুল করিম : মাটির শিল্পী, গণমানুষের শিল্পী
পরবর্তী নিবন্ধফাগুন ভালোবাসা