ফাইনালে সেনাবাহিনীর মুখোমুখি আজ চট্টগ্রাম

বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

দীর্ঘ দুই দশকের বেশি সময় পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম জেলা দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সে ফাইনাল আজ। আজকের ফাইনালে চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী দলের। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ট সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বিকেলে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সেমিফাইনালে চট্টগ্রাম জেলা দল টাইব্রেকারে মাগুরা জেলা দলকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নিয়েছে। অপরদিকে সেমিফাইনালে বাংলাদেশ সেনাবাহিনী দল পরাজিত করেছে ময়মনসিংহ জেলা দলকে। আজ জিততে পারলে জাতীয় ফুটবলে চট্টগ্রামের দীর্ঘ দিনের খরা কাটিয়ে শিরোপার স্বাদ পাবে। দেশ সেরা ফুটবল দল হওয়ার সুযোগ আজ চট্টগ্রামের সামনে। সেমিফাইনালে মাগুরাকে হারাতে বেশ বেগ পেতে হয়েছে চট্টগ্রাম জেলা দলকে। নির্ধারিত সময়েল খেলা ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় তুলে নেয় চট্টগ্রাম জেলা দল। সে তুলনায় বেশ সহজেই সেমিফাইনাল উৎরে গেছে সেনাবাহিনী দল। তারা ময়মনসিংহ জেলা দলকে ৫ গোলে হারিয়েছে। কাজেই ফাইনালে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে চট্টগ্রামকে। অবশ্য টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে মাদারীপুর জেলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম জেলা দল এবং সেনাবাহিনী দল। সে ম্যাচের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় চট্টগ্রামের জন্য। ৪-০ গোলে সেদিন ম্যাচ হেরেছিল চট্টগ্রাম। তবে সে স্মৃতি মনে রাখতে চায়না চট্টগ্রাম। তাদের সামনে আজ নতুন দিন। নতুন আরেকটি ম্যাচ। আর সে ম্যাচটিকেই কেবল সামনে রেখে এগিয়ে যেতে চায় চট্টগ্রাম জেলা দল। কারন এই একটি ম্যাচ জিতলেই যে জেতা হবে শিরোপা। টুর্নামেন্টের শুরু থেকেই ফাইনালে আসা পর্যন্ত চুড়ান্ত পর্বে সেই একটি ম্যাচেই হেরেছিল চট্টগ্রাম। আজকের ম্যাচে অবশ্য হারার কোন সুযোগ নেই। হারলেই শিরোপা হাতছাড়া। তাই দীর্ঘ দিন পর পাওয়া সুযোগটাকে হাতছাড়া করতে চায়না চট্টগ্রাম জেলা দল।
দলের ম্যানেজার সালাউদ্দিন জাহেদ জানিয়েছেন দলের সবাই ম্যাচটি জিততে মুখিয়ে আছে। কারন এই একটি ম্যাচ জিতলেই যে ধরা দেবে সাফল্য। যেহেতু সেনাবাহিনী দল শক্তিমত্তায় এগিয়ে তাই তাদের সাথে টেকনিক্যাল ফুটবল খেলতে চায় চট্টগ্রাম। দলের কোচ তৌহিদুল আলম সিদ্দিকী সেভাবেই তার দলকে গড়ে তুলেছেন। দলের খেলোয়াড়রাও সেভাবে নিজেদের প্রস্তুত করে নিয়েছে। এখন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষা। যদিও সেমিফাইনালে দলের স্ট্রাইকিং জোনে খানিকটা দুর্বলতা পরিলক্ষিত হয়েছে। তবে ফাইনালে সেটা কাটিয়ে উঠতে পারবে বলে বিশ্বাস কোচের। বলা যায় নিজের উজাড় করে দিয়ে শেষটা রাঙাতে অপেক্ষা করছে চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আবাহনীকে হারিয়ে দিল শেখ জামাল
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৪১ কোটি টাকা