ফরহাদাবাদে ভেনভেনিয়া শাহ’র বার্ষিক ওরশ আজ

| শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

হাটহাজারীর ফরহাদাবাদ হিম্মত মুহুরী বাড়ির মাজার প্রাঙ্গণে আজ হযরত ভেনভেনিয়া শাহ’র বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে-সকালে খতমে কোরআন, নাতে রাসুল, কেরাত, মাজার শরীফে গোসল, গিলাপ চড়ানো, পুষ্প প্রদান, জিয়ারত ও মিলাদ মাহফিল, বাদে এশা জিকির, কাওয়ালী মাহফিল ও আখেরি মোনাজাত। ওরশে ভক্তদের উপস্থিত থাকার জন্য অ্যাডভোকেট নুরুল আলম ও হোসাইন মন্‌জু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের পাহাড়ে রোহিঙ্গা শিশুর ক্ষত-বিক্ষত লাশ
পরবর্তী নিবন্ধমমতার দলে টিকিট না পেয়ে কেউ কাঁদলেন কেউ দিলেন হুমকি