ফটিকছড়িতে সাত বসতঘর পুড়ে ছাই

ফটিকছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের উত্তর নিশ্চিন্তাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানায়, নিশ্চিন্তাপুর আজম তালুকদার বাড়ির আমিনুল হক, সরওয়ার, মুজিবুল হক, ইসমাইল, নুরুল ইসলাম, নাজিম উদ্দীন ও মহিউদ্দিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। সমিতিরহাট ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের জন্য তাৎক্ষণিক খাদ্যসামগ্রী ও বস্ত্র প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত বসতঘর পুননির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধআল-জাজিরা বস্তুনিষ্ঠতা হারিয়েছে : নাছির
পরবর্তী নিবন্ধন্যায় বিচারে বাড়বে গ্রাম আদালতের গ্রহণযোগ্যতা