ফটিকছড়িতে আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) বিকালে ফটিকছড়ি বিবিরহাট উপজেলা বাইপাস সড়কের আন্ডা মার্কেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের করম আলী সওদাগর বাড়ির মো. সেলিম উদ্দীনের ছোট ছেলে। সে স্থানীয় ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে মারুফ সাইকেল নিয়ে রাস্তায় বের হলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক আজমগীর।
উল্লেখ্য, গত দুই মাসে ফটিকছড়িতে প্রায় ২০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত: ৩০ জন আহত ও ৫ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় উদ্বিগ্ন মানুষ সড়ক নির্মাণ কিংবা সড়ক সংস্কারে জড়িত কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধির ভুল ব্যবস্থাপনাকে দায়ী করছে।