সাড়ে ৫ কেজি সোনা পাওয়া গেল বিমানের পরিত্যক্ত চাকায়

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ে থাকা পরিত্যক্ত চাকা থেকে উদ্ধার করা হয়েছে ৪৬টি সোনার বার।

এর আগে বিভিন্ন সময় বিমানযাত্রী বা বিমানে পরিত্যক্ত অবস্থায় সোনা পাওয়া গেলেও আজ মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) এগুলো পাওয়া গেছে বিমানের পরিত্যক্ত চাকা থেকে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, “বিমানবন্দরের জিএসই (গ্রাউন্ড সার্ভিস ই্ক্যুইপমেন্ট) এলাকায় পড়ে থাকা বিমানের চাকা থেকে এসব সোনার বার গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়।”

উদ্ধার করা বারের আনুমানিক ওজন ৫ কেজি ৩৩৬ গ্রাম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামকে ১৫০ রানের টার্গেট দিলো বরিশাল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ট্রাক চাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের