ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুবারের নির্বাচিত মেয়র মোহাম্মদ ইছমাইল হোসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলীয় বৈঠকে এই মনোনয়ন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী। ফটিকছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাস জানান, ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, বাছাই ১০ অক্টোবর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১৭ অক্টোবর এবং আগামী ২ নভেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে। গকতাল মঙ্গলবার পর্যন্ত মেয়র পদে ৫ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন এবং সাধারণ সদস্য পদে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।