প্রয়োজন মানসিক সাপোর্ট

আজিজা রূপা | মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

আমরা অনেক সময় খুব মন খারাপ করি এই ভেবে যে, আমাকে আমার পরিবারের মানুষজন কিংবা বন্ধু বান্ধব প্রয়োজনে সাপোর্ট দেয় না। সাপোর্ট দুই ধরণের হয়ে থাকে। আর্থিক, মানসিক।

আর্থিক সাপোর্ট তো বুঝতেই পারছেন। এটা সবার পক্ষে করা সম্ভব হয় না। কারণ সবার আর্থিক অবস্থা এক রকম হয় না। কারো থাকলেইতো আপনাকে সাপোর্ট করবে বা দিবে। না থাকলে কিভাবে করবে। এটাই স্বাভাবিক। তাই নিকট মানুষের উপর আর্থিক সাপোর্ট না পেলেও স্বার্থপরেরর মত বলবেন না আমাকে সাপোর্ট করছে না কেন? কারণ তার দিকটাও আপনার দেখতে হবে।

মানসিক সাপোর্ট। মানসিক সাপোর্টের বহিঃ প্রকাশ ঘটে কথার মাধ্যমে। আপনার আর্থিক অবস্থা ভালো না হতে পারে। আপনার মুখের কথাতো কারো দুর্দিনে অনেক স্ট্রং হয়ে তাকে অনেক সাহস যোগাতে পারে। কিন্তু আপনি যদি খোঁচা দিয়ে, হতাশামূলক কথা বলে তাকে আরো ভেঙে দেয়ার চেষ্টা করেন তাহলে আপনিতো মানুষের পর্যায়েই পড়েন না। তাই কাউকে আর্থিকভাবে সাহায্য না করুন কিন্তু তার আফসেট টাইমে অন্ততঃ মানসিক আঘাত করবেন না। তাকে তার মত কাজ করতে দেয়াই শ্রেয় যদি সে কাজ অবশ্যই ভালো কাজ হয়।

পূর্ববর্তী নিবন্ধথটস অব মোমেন্ট
পরবর্তী নিবন্ধদেশজুড়ে বই উৎসব: সরকারের সফল উদ্যোগ