প্রেমের বন্ধন শ্রীধর দত্ত | রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ তুমি আমার খোঁপায় সাজানো ফুল বারে বারে তোমার জন্য হয় ব্যাকুল। তোমার ঠোঁটের মুচকি হাসি হৃদয়ে যেন বাজে সুরের বাঁশি। তুমি আমার হাতের মেহেদি রঙ মনকে রাঙিয়ে তুলবে সারাক্ষণ। আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন ভালোবাসি তোমারি প্রেমের বন্ধন।