প্রিসাইডিং অফিসারসহ ২৩ জনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

লামায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

বান্দরবান ও লামা প্রতিনিধি | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:৪০ পূর্বাহ্ণ

প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টসহ ২৩ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট পক্ষপাতের অভিযোগ এনেছেন লামা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহিন। গতকাল মঙ্গলবার বিকেলে লামা পৌর বাজার এলাকার নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন বলেন, এসব নির্বাচনী কর্মকর্তারা ইতিপূর্বে নৌকা প্রতীকের পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোট চেয়েছেন। তারা নির্বাচনে থাকলে কারচুপির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, পৌর নির্বাচনে ২, ৪ ও ৬নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর মাধ্যমে নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। কোনো পুরুষ কাউন্সিলর প্রার্থী না থাকায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সেখানে জালিয়াতি ও কারচুপির মাধ্যমে কেন্দ্র দখল করতে পারে। এছাড়াও তারা বিএনপির নেতাকর্মীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লামা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম রেজা, সাফায়েত হোসেন রাসেল, সাখাওয়াত হোসেন, জীবনুর রহমান, নাজিম উদ্দিন, শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মনিরুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে আমরা সতর্ক। বিএনপি প্রার্থীর দাবি প্রসঙ্গে তিনি বলেন, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং ও পোলিং এজেন্ট এখনো কনফার্ম করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধআলো মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেয়া হবে