প্রিমিয়ার ভার্সিটির পাবলিক হেলথ বিভাগের ৬ষ্ঠ ব্যাচের নবীন বরণ

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের ৬ষ্ঠ ব্যাচের নবীন বরণ গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। এতে পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, জনস্বাস্থ্য বিভাগের অধীনে মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) হলো একটি বহুবিষয়ক ডিফগী, যা স্বাস্থ্যনীতি এবং প্রশাসনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এ কারণে জনস্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গভীর গবেষণা এবং উন্নয়ন প্রয়োজন। স্বাস্থ্যকর মানসম্পন্ন জীবন নিশ্চিত করতে সমাজের ক্রমবর্ধমান আগ্রহ মেটাতে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দক্ষ জনস্বাস্থ্য পেশাদার কর্মী তৈরি করাই বিভাগটির লক্ষ্য। এই ক্ষেত্রে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবিলা করার জন্য, কোর্সের পাঠ্যক্রম আপডেট করা, ল্যাবরেটরি সুবিধা সমপ্রসারণ করা এবং বাস্তবমুখী শিক্ষাদানসহ গবেষণার উপকরণ সংশোধন করাই হল জনস্বাস্থ্য বিভাগের নিয়মিত কার্যক্রম। মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) একটি অনন্য প্রোগ্রাম, যা রোগ প্রতিরোধে উদ্ভাবনী এবং ফলিত শিক্ষা প্রদান করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড. এমরান বিন ইউনুছ, প্রফেসর ড. শাকিল আহমেদ, প্রফেসর ড. শারমিন চৌধুরী এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধশুলকবহরে কাউন্সিলর মোরশেদ আলমের ঈদ উপহার বিতরণ