প্রায় ৮ হাজার কয়েদি পাবেন ফাইজারের টিকা

চট্টগ্রাম কারাগার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাগারে থাকা প্রায় ৮ হাজার কয়েদিকে ফাইজারের টিকা দেয়া হবে। টিকাদানে এরই মাঝে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ ও কারা কর্তৃপক্ষ। গতকাল বিকেলে কারাগারে গিয়ে সম্ভাব্য টিকাদান কেন্দ্র/স্থান পরিদর্শন করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। এসময় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, কারা হাসপাতালের মেডিকেল অফিসার শামীম রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা সাথে ছিলেন।
কয়েদিদের টিকাদানের প্রস্তুতির তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে বলেন, কয়েদিদের ফাইজারের টিকা প্রয়োগে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কক্ষ ছাড়া ফাইজারের টিকা প্রয়োগের সুযোগ নেই। আমরা কারাগারে গিয়ে সার্বিক অবস্থা দেখেছি। সেখানে এসি সুবিধাযুক্ত কক্ষ রয়েছে। তবে কিছুটা সংস্কার করতে হবে। সংস্কার কার্যক্রম শেষ করে কারা কর্তৃপক্ষ আমাদের জানালে আমরা টিকাদান শুরু করতে পারবো। এক সপ্তাহের মধ্যেই কয়েদিদের এ টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
চট্টগ্রাম কারাগারে বর্তমানে প্রায় ৮ হাজার কয়েদি রয়েছে বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান। এসব কয়েদিদের টিকাদানে প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধ‘মেঘের উপত্যকায়’ আগুন