প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের তৃণমূলে হতাশা

চট্টগ্রামে ইউপি নির্বাচন

আজাদী প্রতিবেদন | শনিবার , ৩০ অক্টোবর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ-হাতাশা বাড়ছে। বিশেষ করে দলের ত্যাগী-পরীক্ষিত নেতাকর্মীরা নির্বাচনের আগ্রহ প্রকাশ করলেও কেন্দ্রে পাঠানো তালিকায় তাদের নাম এক-দুই নম্বরে থাকছে না। আবার অনেক ক্ষেত্রে তাদের নাম কেন্দ্রে যাচ্ছে না বলেও অভিযোগ তৃণমূলের নেতাকর্মীদের। চট্টগ্রামের ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগও তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়া শতাধিক প্রার্থীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে। গত এক সপ্তাহে এসব অভিযোগ জমা হয়। অভিযুক্তদের মধ্যে কেউ স্বাধীনতার বিরোধিতাকারী পরিবারের সদস্য, অনেকে আবার সামপ্রদায়িক হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে দলের যোগ্য প্রার্থী হচ্ছেন মনোনয়নবঞ্চিত। আর এতে ত্যাগীদের মধ্যে বাড়ছে ক্ষোভ ও হতাশা। বিভিন্ন স্থানে তাদের সমর্থকরা বিক্ষোভ করে জানাচ্ছেন প্রতিবাদ। প্রার্থী পরিবর্তন না হলে অনেকেই ভোটের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। এতে আওয়ামী লীগের হুঁশিয়ারি সত্ত্বেও বিদ্রোহী প্রার্থী বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন চতুর্থ ধাপে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করবে। এবার ৪র্থ ধাপের তফসিলে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী-কর্ণফুলী, পটিয়া এবং চন্দনাইশ থাকতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম নির্বাচন অফিসের কর্মকর্তারা। ৪র্থ ধাপের জন্য প্রস্তুতকৃত ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য দলীয় চেয়ারম্যান প্রার্থীদের বায়োডাটা জমা নেওয়া শুরু করেছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দপ্তর সম্পাদক আবু জাফরের কাছে চেয়ারম্যান প্রার্থীরা তাদের বায়োডাটা জমা দিয়েছেন বলে একাধিক চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন। শেষ পর্যন্ত দলের ত্যাগী-পরীক্ষিত নেতারা দলীয়
মনোনয়ন পাচ্ছেন কিনা তা নিয়ে টেনশনে আছেন বলে জানান দলীয় কার্যালয়ে বায়োডাটা জমা দেয়া একাধিক চেয়ারম্যান প্রার্থী।
গত ইউপি নির্বাচনে প্রার্থী বাছাই এবং কেন্দ্রে তালিকা পাঠানো নিয়ে সবচেয়ে বেশি বির্তকের ঝড় উঠেছিল চট্টগ্রামের ৮টি ইউনিয়নের প্রার্থীদের নিয়ে। দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন ইউনিয়নে বিতর্কিতদের মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভসহ মানববন্ধনও হয়েছিল। এবার উত্তর চট্টগ্রামের ৭টি ইউনিয়নে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে। বেশ কয়েকটি ইউনিয়নে বির্তকিত প্রার্থীদের নিয়ে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন। তবে বেশিরভাগই ত্যাগীরা মূল্যায়িত হয়েছেন বলে জানা গেছে। প্রার্থী বাছাইয়ে এবারও গতবারের মতো বিতর্কিতরা স্থান পাচ্ছেন কিনা তা নিয়ে এখন থেকেই উদ্বেগ-উৎকণ্ঠার পাশাপাশি হতাশা ব্যক্ত করেছেন দক্ষিণ জেলার কর্ণফুলী-আনোয়ারা-বোয়ালখালী এবং পটিয়ার একাধিক চেয়ারম্যান প্রার্থী।

পূর্ববর্তী নিবন্ধবিপিসির জ্বালানি খালাস বন্ধের শঙ্কা
পরবর্তী নিবন্ধএকটি গোষ্ঠী সুকৌশলে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটাচ্ছে : ধর্ম প্রতিমন্ত্রী