প্রার্থিতার লড়াইয়ে জয়ের পর নির্বাচনেও জয়

বখতপুর ইউপিতে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২১ মার্চ, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

১৪ মাস আইনি লড়াই করে প্রার্থিতা বৈধ করে ফটিকছড়ির বখতপুরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম বিএসসি (আনারস)। তিনি পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সোলাইমান বিকম (নৌকা) পেয়েছেন ১ হাজার ৭ শ ৮৪ ভোট। গতকাল সোমবার শান্তিপূর্ণভাবে ইবিএম মেশিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে প্রায় ৩৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরেজমিনে দেখা গেছে, গতকাল সকালে ভোট শুরুর দিকে ভোটারের উপস্থিতি সন্তোষজনক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারশূন্য হয়ে পড়ে ভোট কেন্দ্রগুলো। দুপুর গড়িয়ে গেলেও কোনো কেন্দ্রে ভোটারের তেমন উপস্থিতি ছিল না। সকালে নারী ভোটার চোখে পড়লেও দুপুরে তা কমে আসে। বখতপুর ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা বলেন, ছোট্ট পরিসরে এই নির্বাচনে উৎকণ্ঠা ছিল। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধবিত্তশালীদের দুস্থদের সহায়তায় এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধজনগণকে সাথে নিয়ে সরকারের উন্নয়নে কাজ করতে হবে