প্রাথমিকের শিক্ষার্থীদের করোনা টিকা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে

আজাদী অনলাইন | সোমবার , ৭ মার্চ, ২০২২ at ৮:৩৩ অপরাহ্ণ

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রাথমিকের শিক্ষার্থীদের টিকার বিষয়ে স্বাস্থ্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে, তাদের অনুমোদন পাওয়া মাত্রই কার্যক্রম শুরু হবে।”

তিনি বলেন, “আমরা ১২ বছরের ঊর্ধ্বে যারা আছে সেসব শিক্ষার্থীদের টিকা দিয়েছি। এবার আমরা ১২ বছরের নিচের শিক্ষার্থীদের টিকা দিব। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ রাখছি। তারা জানিয়েছে শিক্ষার্থীদের তালিকা হচ্ছে। আমাদের প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। পুরো বিষয়টি নির্ভর করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওপর, সেখানে টিকার ডোজের অ্যাডজাস্টমেন্টের কিছু বিষয় আছে। সেটি নিয়ে এখনই আমরা কিছু বলতে পারছি না।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের টিকা দিতে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় তালিকা তৈরি করছে।

বাংলাদেশে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়। এর ৯ মাস পর ১ নভেম্বর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। শিক্ষার্থীদের দেওয়া হয় ফাইজার-বায়োএনটেকের টিকা।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ পর্যন্ত সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী ১ কোটি ৭০ লাখ ২৭ হাজারের বেশি শিক্ষার্থী করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৩৪ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধ৭ই মার্চ ছিল স্বাধীনতার মৌলিক ঘোষণা
পরবর্তী নিবন্ধচিনি আমদানিতে ২০ শতাংশ শুল্ক বহাল