প্রহরের শুদ্ধ উচ্চারণ কর্মশালা শুরু ১৬ এপ্রিল

| শনিবার , ৮ এপ্রিল, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন প্রহর এর উদ্যোগে ২ দিন ব্যাপী শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা কর্মশালা আগামী ১৬ ও ১৭ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ২ দিন ব্যাপী কর্মশালায় উচ্চারণ, উপস্থাপনা, বাচনশৈলী, বাক জড়তা মুক্তি, মাইক্রোফোনের ব্যবহার ও আত্ম উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশন, ঢাকার সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদ উপস্থাপক রেখা নাজনীন, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ফারুক তাহের ও প্রশিক্ষক মুজাহিদুল ইসলাম। কর্মশালা পর্যালোচনা করবেন প্রহরের পরিচালক আবৃত্তিশিল্পী বর্ষা চৌধুরী। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা ০১৮৮১ ৯০১ ০১৩ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণ ও তদসংশ্লিষ্ট আইন
পরবর্তী নিবন্ধ২০ রমজানের মধ্যে বকেয়া বেতন পরিশোধের দাবি