প্রশ্নের মুখে ব্যাটার ধোনি

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

আইপিএলের চলতি আসরটা দারুণভাবে শুরুর পর মাঝপথে ধাক্কা খেলো চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচ জয়ের পর তারা পরের দুটিতে হেরে গেছে। আগের ম্যাচে শেষদিকে নেমে মাত্র ১৬ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তবে তিনি কেন আরও আগে ব্যাটিংয়ে আসেননি তা নিয়ে আলোচনা শুরু হয়। সর্বশেষ গত শুক্রবারের ম্যাচেও একইভাবে সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামেন ধোনি, যা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাটিং পজিশন পাল্টে ধোনির আগে নামা উচিৎ ছিল বলে মনে করেন মাইকেল ভন, ইরফান পাঠান ও সাইমন ডুল। ধোনি যখন ক্রিজে আসেন তখন ইনিংসের বাকি আর ৩ বল, পরে দুই বল মোকাবিলায় ১ রান করেন সাবেক এই চেন্নাই অধিনায়ক। এ নিয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করেন সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি লেখেন, ‘ভুবি (ভুবনেশ্বর কুমার) ও উনাদকাটের (জয়দেব) অফকাটার মোকাবিলার জন্য ধোনির আরও আগে নামা উচিৎ ছিল। সে ডানহাতি ব্যাটার, ফলে হায়দরাবাদের বিপক্ষে আরও ওপরের ব্যাটিং অর্ডারে নামতে পারত।’ ধোনি কেন আগে নামলেন না এমন প্রশ্ন তোলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্রিকবাজের সঙ্গে আলোচনায় তিনি বলেন, ‘আগের ম্যাচেই ধোনি এত ভালো খেলল। সেই জায়গায় নিজে এগিয়ে না এসে পরের দিকে ব্যাট করতে নামায় আমি বিস্মিত হয়েছি। ইনিংসের মাত্র তিন বল বাকি থাকতে কেন ব্যাট করতে এলো ধোনি, সেটাই আমি বুঝতে পারছি না। স্লোয়ার বল খেলায় তার পাওয়ার হিটিংয়ের কথা আমরা সবাই জানি, যা আগেও সে করে দেখিয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধনাচবেন মেহজাবীন আঁচল ও দীঘি
পরবর্তী নিবন্ধখেলার দিনেই ওমরায় গেলেন সাকিব