প্রশিক্ষিত যুব শক্তিরাই আগামীর দেশ গড়বে

প্রশিক্ষণ কর্মশালায় আবদুস সালাম

| বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্টের ট্রেজারার ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম বলেছেন, প্রশিক্ষিত যুব শক্তিরাই আগামীর দেশ গড়বে। দেশের যেকোনও দুর্যোগে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা সাহসিকতার সঙ্গে মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

গতকাল মঙ্গলবার ঘূর্ণিঝড় প্রবণ ১৬ জেলার প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকদের নিয়ে ঘূর্ণিঝড় পূর্ববর্তী প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি আবদুস সালাম এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে নগরীর এশিয়ান এসআর হোটেলে হল রুমে দুইদিন চলবে এই কর্মশালা।

যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান ইফতেকার হোসেন ইমুর সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন সোসাইটির উপ-পরিচালক শাহাজাহান সাজু, আইএফআরসির সিনিয়র অফিসার শরীফ খান, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ইউএলও আব্দুর রহিমসহ অংশগ্রহণকারীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিঁপড়া: দুরদর্শিতাই টিকিয়ে রেখেছে কোটি কোটি বছর
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা