বাঁশখালীতে চার বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৯ নভেম্বর, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পৌর সদর জলদি, মিয়াবাজার, শীলকুপের টাইম বাজারে বিভিন্ন বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, প্রক্রিয়াজাতকরণ, লেভেলবিহীন খাদ্যপণ্য বাজারজাতকরণ, খাদ্যদ্রব্যে অ্যামোনিয়া, অপরিশোধিত ও আয়োডিনবিহীন লবণ উচ্চ মাত্রায় ব্যবহার করায় চারটি বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পৌরসদর জলদির আল্লাহর দান বেকারিকে ২০ হাজার টাকা, টাইম বাজারে আমানত বেকারিকে ১০ হাজার টাকা, মিয়া বাজারে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা ও একতা বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্যসম্মত খাবার ও পরিস্কার পরিছন্নতা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রশিক্ষিত যুব শক্তিরাই আগামীর দেশ গড়বে
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে প্রস্তুতি সভা