রাউজানের এনজিও কর্মী জুবলী আকতারকে (২৮) আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে ৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন জুবলীর বড় ভাই মোহাম্মদ বাবু। আসামিরা সকলেই এনজিও কর্মী। তাদের মধ্যে এজাহারভুক্ত দুই নম্বর আসামি সমবায় অধিদপ্তরের নিবন্ধিত এনজিও সংস্থা বৈশাখী শ্রমজীবী সমবায় সমিতির পরিচালক ফয়জুর রহমান সাগরকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন জুবলী। তিনি এনজিও সংস্থা বৈশাখী শ্রমজীবী সমবায় সমিতিতে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রাউজান মোবারকখীল গ্রামের আবদুস সালামের কন্যা জুবলী আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার জন্য দায়ী করে গেছেন বৈশাখী শ্রমজীবী সমবায় সমিতির মালিক ও পরিচালক পপি, সাগর, অপুল, পপির বাবা আবদুল খাইয়ুমকে। রাউজান থানার এসআই অজয় দেব শীল মামলা রুজুর কথা স্বীকার করে বলেছেন, মামলার দুই নম্বর আসামি ফয়জুর রহমান সাগরকে শুক্রবার রাতে ফটিকছড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।