ইস্পাহানী কলেজে অনিরুদ্ধ বড়ুয়া স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান

| রবিবার , ২ এপ্রিল, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

ইস্পাহানী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে অনিরুদ্ধ বড়ুয়া (অনি) স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান অধ্যক্ষের কার্যালয়ে গত ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। এতে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী (অবঃ) উপস্থিত থেকে একাদশ শ্রেণির ৮ জন কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ করা হয়। কৃতী শিক্ষার্থীরা হলেনআশরাফুল ইসলাম, সাবিনা ইয়াসমিন, মো. শুক্কুর আলী, হৈমন্তী বড়ুয়া, সুমিত আচার্য্য, নাফিসা মালিয়াত সাবা, মো. শাহেদ বিন ইসলাম এবং মো. ফরেয়াছ। অনুষ্ঠানে অনিরুদ্ধ বড়ুয়া (অনি) মেমোরিয়াল ট্রাস্টের পক্ষে উপস্থিত ছিলেন মিরাজুর রহমান তুহিন। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক স্বাগতা শর্মা, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক মো. আরিফুর রহমান। উল্লেখ্য, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়ার প্রয়াত ছেলে ইস্পাহানী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অনিরুদ্ধ বড়ুয়া অণির স্মৃতি ধরে রাখার জন্য প্রতি বছর অত্র প্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্ররোচনার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধসকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সতর্ক থাকতে হবে