সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় প্রভাতী একাডেমি আয়োজিত প্রভাতী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার প্রভাতী ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সীতাকুণ্ড খেলোয়াড় কল্যাল সমিতিকে টাইব্রেকারে ৪–৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সোনাইছড়ি এফসি।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে তা টাইব্রেকারে গড়ায়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
উদ্বোধক ছিলেন সীতাকুন্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাষ্টের চেয়ারম্যান মাষ্টার আবুল কাশেম। বক্তব্য রাখেন সীতাকুণ্ডের সাবেক সংসদ সদস্য আইনুল কামাল।
এসময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. মো. শাহরিয়ার আহমদ মিলন, সীতাকুণ্ড হেলথ্ এন্ড এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. ইউছুফ শাহ এবং প্রভাতী একাডেমির চেয়ারম্যান মনোয়ারুল হক প্রমুখ।