প্রবাস থেকে ফিরেই বাবা-ভাই ভাবিকে কুপিয়ে জখম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১১ জুন, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

ভোররাতে দুই ভাই এসেছেন প্রবাস থেকে। এসেই পিতা ও ভাইদের সাথে জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। এটি এক পর্যায়ে রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে ভাইদের কিরিচের কোপে গুরুতর আহত হন বড় ভাই, ভাবি ও পিতা এবং ঝগড়া থামাতে এসে গুরুতর আহত হয়ে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন অপর এক চাচাতো ভাই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উপজেলার কোদালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য হাবিব উল্লাহ খোকন জানান, গতকাল ভোর ৭টার দিকে ওয়ার্ডের সর্দারপাড়া আম্মার বাপের বাড়ি এলাকার মো. হোসেনের (৬০) বসতবাড়িতে তার সন্তানদের মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। তার দুই সন্তান দেলোয়ার হোসেন (২৮) ও মোহাম্মদ হেলাল (২৫) ভোররাতেই প্রবাস থেকে আসেন। এসেই পারিবারিক বিভিন্ন বিষয়ে তাদের সাথে পিতা ও বড় ভাই আনোয়ার হোসেনের (৩০) ঝগড়া লেগে যায়। একপর্যায়ে তারা কিরিচসহ দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রবাস ফেরত দুই ভাইয়ের কিরিচ ও লাঠির আঘাতে গুরুতর আহত হয় পিতা, বড় ভাই ও তাদের চার মাসের অন্তঃসত্ত্বা ভাবি নাহিদা আক্তার (২৩)। তাদের ঝগড়া থামাতে এগিয়ে আসেন চাচাতো ভাই মো. নেজাম (২৭)। তিনিও তাদের কিরিচের কোপে গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাদের মধ্যে নেজামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বাকিরাও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দেলোয়ার ও হেলালকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধতোরণ নির্মাণে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ৬ দিনেও ব্যবস্থা নেই