প্রবারণা

রাসু বড়ুয়া | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:১৯ পূর্বাহ্ণ

আশার সন্তুষ্টি লাভে আনন্দ জাগরণ/ প্রবারণা বারণ করে, করে আবার বরণ। তিন মাস বর্ষাবাসের ইতি টানে বলে/ হাসিখুশি ঝলমলে মনের অতলে। নাচে গানে তালে তালে বুদ্ধের নাম কীর্তন / বছর বছর ঘুরে আসে শুভ দিনক্ষণ।
পূজা অর্ঘে চুলামনি ফানুস রাশি রাশি, শোভন মোহন রাত্রি মুগ্ধ বিশ্ববাসী। সুখের সাগরে ডুবে মঙ্গল দীপ জ্বেলে, বিলীন রাতের আঁধার চাঁদের আলো মেলে। মুছিয়ে মনের কালি ভক্ত নর-নারী, প্রবারণার শিক্ষা নিয়ে দীক্ষা নিতে পারি। স্বর্গ-মর্ত্য-দেবলোকে আনন্দের ধারা, ত্রিশরণ ছায়াতলে সুখে আত্মহারা। বুদ্ধ ধর্ম সংঘ বলে নাচো সকলে, চমকিত পুলকিত ভুবন মণ্ডলে।

পূর্ববর্তী নিবন্ধমেহেদিবাগে মার্কেট ও হাসপাতাল নির্মাণের কারণে এলাকাবাসীর ভোগান্তির আশংকা
পরবর্তী নিবন্ধপ্রবারণার পুণ্য আলোয় আলোকিত হোক ধরা