প্রবারণা পূর্ণিমার দিনে রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করুন

| বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

দীর্ঘ তিনমাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর (আষাঢ়ী পূর্ণিমা হতে আশ্বিনী পূর্ণিমা) বৌদ্ধধর্মাবলম্বীরা প্রবারণা উৎসবে মেতে উঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙিন ফানুস উত্তোলন। এতে ধর্ম বর্ণ নিবিশেষে সকল মানুষ অংশ গ্রহণ করে আনন্দে মেতে উঠে। ওই দিন এ বছর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে। রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাতে এদিন বৌদ্ধ সম্প্রদায়ের শান্তিপ্রিয় লোকজন দূরদূরান্ত থেকে বৌদ্ধ বিহারের উৎসবে আয়োজনে অংশ নিতে নানা বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারে এবং নানাবিধ অশুভ আতঙ্কে নিজ ধর্মীয় কার্যাদি সম্পন্ন করতে পারবে কিনা সে বিষয়ে সন্দিহানে রয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য সকল বৌদ্ধধর্মাবলম্বীদের পক্ষে বিশেষ অনুরোধ জানাচ্ছি মাননীয় সরকার মহল, বিরোধীদলসহ অন্যান্য সকল রাজনৈতিক দলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি। আপনাদের আন্তরিকপূর্ণ সহযোগিতায় পারে শান্তিপ্রিয় বৌদ্ধধর্মাবলম্বীদের অতীব গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস শুভ প্রবারণা পূর্ণিমার কার্যাদি নির্ভয়ে নিঃসঙ্কোচে সম্পন্ন করার।

বিনয়মিত্র নিমফুল

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকালিদাস রায়: কবি ও শিশুসাহিত্যিক
পরবর্তী নিবন্ধকী অদ্ভুত নিয়তি পথে চলছে জীবন