জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা ও প্রকল্প সমূহ পরিদর্শন এবং কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভা সমপ্রতি সংস্থার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক এমপি চেমন আরা তৈয়ব। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রামের সদস্য কল্পনা লালা, সঞ্চিতা বড়ুয়া, জাহান আরা নাজনীন, হাসিনা মমতাজ, সংস্থার জেলা কর্মকর্তা শাহানা পারভীন। উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নাঈম পারভেজ, শাহাদাত হোসেন, অবকাশ চাকমা, রুশ্নী আক্তার, ইকবাল হোসেন, কাজী তাবারক হোসেন, আব্দুল করিম, সেলিম, পারভেজ, জাহানারা বেগম, খোরশেদা বেগম প্রমুখ। সভায় প্রধান অতিথি সাবেক এমপি চেমন আরা তৈয়ব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী উন্নয়ন ও ক্ষমতায়নে যুগান্তকারী কাজ সাধন করে চলেছে। প্রতিটি জেলায় ও মহানগরে তৃণমুলের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পসহ নানা প্রকল্প সৃষ্টি করেছে। যাতে করে নারীরা অধিকতরভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পায়। প্রেস বিজ্ঞপ্তি।