প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে

মতবিনিময় সভায় জেলা প্রশাসক

| বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ১১:২০ পূর্বাহ্ণ

নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা যাতে কখনো কেউ ছিনিয়ে নিতে না পারে সে লক্ষ্যে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশ স্বাধীন হওয়ার পেছনে বীর মুক্তিযোদ্ধাদের অবদান অবিস্মরণীয়। বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে বীর মুক্তিযোদ্ধাদের জন্য মঙ্গল হবেনা। যতদিন বেঁচে থাকবো ততদিন বীর মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে সার্বিক সহযোগিতার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের চেতনা অন্তরের অন্তস্থলে ধারণ করবো। জাতির পিতার স্বপ্ন দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে উপস্থিত জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ১৫ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা নবাগত জেলা প্রশাসককে মহান মুক্তিযুদ্ধের বই ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভার শুরুতে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, বীর শহীদ ও যে সকল বীর মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা হয়।
জেলা ইউনিট কমান্ডার মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে ও আহমেদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের বক্তব্য দেন, আবদুর রাজ্জাক, মো. বদিউজ্জামান, বোরহান উদ্দিন, কামাল উদ্দিন গেদু, মো. হারুন, মো. নাসির উদ্দিন, কবির আহমেদ, আবু তাহের, খায়রুল বশর, নুরুল আলম, জাফর আলী হিরু, মো. ইসহাক, আবদুস সালাম, ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় ব্যবসা প্রতিষ্ঠান ও দুই সিএনজি পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইয়াবা ও চোলাইমদসহ গ্রেপ্তার ৩