প্রদীপ-চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হচ্ছে আজ

অবৈধ সম্পদ অর্জন মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ মে, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির (পলাতক) বিরুদ্ধে আজ সোমবার সাক্ষ্য দিবেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এর মাধ্যমে শেষ হচ্ছে এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলার সাক্ষী সংখ্যা ২৪ জন। ইতিমধ্যে বাদীসহ গুরুত্বপূর্ণ ২৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এরপর শুরু হবে যুক্তিতর্ক শুনানি।

আদালত সূত্র জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি হয়। তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়।

আদালত সূত্র আরো জানায়, ২০২০ সালের ২৩ আগস্ট দুদক, চট্টগ্রাম কার্যালয়-২ এর উপ-সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাঙ্কিপক্স : কতটা দুশ্চিন্তার?
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার