প্রথম দল হিসেবে সেমিফাইনালে শোভনীয়া টানা দ্বিতীয় জয় পেল ফ্রেন্ডস ক্লাব

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

সিডিএফএ রাবেয়া সিরাজ অনূর্ধ্ব-১৫ কিশোর ফুটবল লিগে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। গতকাল বুধবার কিশোর ফুটবল লিগে ‘এ’ গ্রুপের খেলায় তারা ৩-২ গোলে শক্তিশালী আব্দুল সোবাহান ফুটবল দলকে পরাজিত করে। লিগে এটি শোভনীয়ার টানা তৃতীয় জয়। আর এ জয়ে মোট ৯ পয়েন্ট পেয়ে তারা সেমিফাইনালে পৌঁছলো। এম এ আজিজ স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় দু’দল অনেকটা সমান শক্তি নিয়ে মাঠে নামে। শুরু থেকেই আক্রমন পাল্টা আক্রমন খেলতে থাকে তারা। তবে প্রথম সুযোগ আসে শোভনীয়ার কাছে। ২০ মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমন শানায় তারা। এ থেকে কর্ণার লাভ করে শোভনীয়া। দলের মো. ওসমানের নেওয়া কর্ণার শট আব্দুল সোবাহানের কিপার ইরফান ধরতে গিয়ে হাত ফসকান। বল ছুটে গিয়ে জালে প্রবেশ করে। শোভনীয়া এগিয়ে যায় ১-০ গোলে। এ গোলের পর দু’দলই গোলের চেষ্টা অব্যাহত রাখে। আক্রমন-পাল্টা আক্রমনে খেলা চলে। তবে গোল করার মতো জুতসই কোন প্রচেষ্টা দেখা যায়নি। ফলে এ অর্ধে আর কোন গোল হয়নি। খেলার দ্বিতীয়ার্ধেও এ ধারা অব্যাহত থাকে। দু’দলই আক্রমনধারা পরিচালনা করলেও তা থেকে কাঙ্খিত ফল আনতে পারছিলেন না। খেলার ৫৯ মিনিটের সময় মাদারবাড়ী শোভনীয়া গোলসংখ্যা দ্বিগুণ করতে সমর্থ হয়। বামপাশ দিয়ে আক্রমণে উঠে তারা। আব্দুল সোবাহান ফুটবল দলের রক্ষণভাগ বল মিস করে। তা সামাল দিতে এগিয়ে আসেন তাদের কিপার ইরফান। কিন্তু তাকে এড়িয়ে শোভনীয়ার মো. ওসমান নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন বাঁ পায়ের শটে বল জালে দিয়ে (২-০)। পাল্টা আক্রমনে একটি গোল শোধ করে দেয় আব্দুল সোবাহান ফুটবল দল। বক্সের ভেতরে ঢোকা দলের সাইদুল কায়েস গোলমুখে শট নেন। বল ক্রসবারে লেগে লাইন অতিক্রম করলে রেফারী গোলের বাঁশি বাজান (১-২)। ৬৮ মিনিটে আবারো এগিয়ে যায় শোভনীয়া। এবার বাম প্রান্ত দিয়ে আব্দুল সোবাহান দলের সীমানায় ঢুকে পড়েন দলের জিহাত হোসেন। কয়েকজনের বাধা টপকে বাম পায়ের শটে বল জালে দেন তিনি (৩-১)। এ গোল দিয়ে আচমকা একটা গোল হজম করে নেয় শোভনীয়া ক্লাব। পাল্টা আক্রমনে উঠা আব্দুল সোবাহান দলের আবু সালেকের শট মো. সিরল হেড দিয়ে ক্লিয়ার করতে যান। বল পেছন দিকে অপ্রস্তুত শোভনীয়া কিপার ওয়াহিদুল আলমকে ফাঁকি দিয়ে জালে ঢোকে। স্কোর লাইন হয়ে যায় ৩-২। এ ব্যবধানের জয়েই সেমিফাইনালে পৌঁছার তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব। আব্দুল সোবাহান ফুটবল দল দুই খেলায় পেয়েছে ৩ পয়েন্ট।
দিনের প্রথম খেলায় ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে বাংলাদেশ রেলওয়ে এস এ দলকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। এ অর্ধের ১১ মিনিটে ফ্রেন্ডস ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন তৌফিক। দ্বিতীয়ার্ধে দু’দল আর গোল পায়নি। এটি ফ্রেন্ডস ক্লাবের টানা দ্বিতীয় জয়। দুই খেলা শেষে ৬ পয়েন্ট পেয়েছে তারা। রেলওয়ে দুই খেলার দুটিতেই পরাজিত হয়ে কোন পয়েন্ট পায়নি।
আজ কিশোর ফুটবল লিগের প্রথম খেলায় অংশ নেবে কল্লোল সংঘ গ্রীণ-আলোর ঠিকানা(বিকাল-২.৩০টা)। বিকাল ৪টায় দ্বিতীয় খেলায় আগ্রাবাদ নওজোয়ান গ্রীণ মোকাবেলা করবে কিষোয়ান স্পোর্টসকে। দুটি খেলাই এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ের মাঠে জেতা কঠিন বললেন তাসকিন
পরবর্তী নিবন্ধগান বিকৃত করে গাইবেন না হিরো আলম