জিম্বাবুয়ের মাঠে জেতা কঠিন বললেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে গত মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দেশ ছাড়ার আগে দলের তারকা পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, জিম্বাবুয়ের মাটিতে সিরিজ জেতা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। গতবছর জুলাই মাসেই জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে জেতার পর তৃতীয় ম্যাচেও ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে কঠিন পরীক্ষা নিয়েছিল স্বাগতিকরা। সেই কথা মনে করিয়ে দিয়ে তাসকিন বলেন এবারেও ভালো ফল আশা করছি। তবে ওদের মাঠে ওদের বিপক্ষে কষ্ট করেই জিততে হয়। গতবছর খেলেছিলাম ওখানে। প্রতিটি ম্যাচই কিন্তু আমাদের জন্য কঠিন করে দিয়েছিল ওরা। এবারও কষ্ট করে জিততে হবে। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতার। তবে সহজ হবে না। ব্যক্তিগতভাবে গত বছরের সিরিজটি ভালো কাটেনি তাসকিনের। দুই ম্যাচে সুযোগ পেয়ে ৬ ওভারে খরচ করে বসেন ৫৬ রান। পাননি উইকেটের দেখা। অবশ্য সেই সফরের টেস্ট সিরিজে ব্যাট হাতে খেলেছিলেন ক্যারিয়ারসেরা ৭৫ রানের ইনিংস। এবার সেরাটা দেওয়ার চেষ্টার কথা জানিয়ে গেলেন তাসকিন। তিনি বলেন ব্যক্তিগত লক্ষ্য একই থাকবে। আগেরবারের মতো এবারও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দলকে জেতানোর পেছনে আমার যেনো অবদান থাকে। নতুনত্ব নিয়ে কাজ করছি। তবে সবকিছু নির্ভর করবে কেমন ধরনের উইকেট থাকবে। কেমন বোলিং করা যায় তার উপর। এবারের টি-টোয়েন্টি সিরিজে নেই বহুল আলোচিত পঞ্চপান্ডবের কেউ। এরই মধ্যে অবসর নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে বোর্ডই দিয়েছে বিশ্রাম। এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া দলের দায়িত্ব দেওয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। ঘরোয়া ক্রিকেটে সাফল্যের সঙ্গে দলকে নেতৃত্ব দেওয়া সোহান, আন্তর্জাতিক মঞ্চেও ভালো করবে বলে বিশ্বাস তাসকিনের। মঙ্গলবার রাতে বিমানবন্দরে সে কথাই জানিয়ে গেলেন তিনি। তাসকিন বলেন সোহান আশা করি অবশ্যই ভালো করবে। ঘরোয়া ক্রিকেটে তো সবসময় ভালো করে। যদিও আন্তর্জাতিক ক্রিকেট আলাদা। তবে আশাবাদী সেখানেও সে ভালো করবে।

পূর্ববর্তী নিবন্ধকোপার ফাইনালে উঠলো ব্রাজিলের মেয়েরা
পরবর্তী নিবন্ধপ্রথম দল হিসেবে সেমিফাইনালে শোভনীয়া টানা দ্বিতীয় জয় পেল ফ্রেন্ডস ক্লাব