প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

| শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৪:৫৫ পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবসের এক সংবাদ প্রতিবেদনে মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর তথ্যউপাত্ত প্রকাশ ও প্রচারের অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন এক আইনজীবী।

রমনা থানার ওসি আবুল হাসান বলেন, আইনজীবী মশিউর মালেক বুধবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন। মামলায় সম্পাদক, প্রতিবেদনের পাশাপাশি একজন সহযোগী ক্যামেরাম্যানকে আসামি করা হয়েছে, তবে তার নাম উল্লেখ করা হয়নি। মামলার এজাহারে সম্পাদক মতিউর রহমানকে বলা হয়েছে হুকুমের আসামি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রতিবেদন ‘লাইক, শেয়ার, কমেন্টকারী আরও অজ্ঞাতদের’ সেখানে আসামি করা হয়েছে। রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনছারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি। খবর বিডিনিউজের।

ওই প্রতিবেদনে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে এর আগে তেজগাঁও থানায় আরেকটি মামলা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা মো. গোলাম কিবরিয়া। সেই মামলায় কেবল শামসকেই আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখুলশীতে পানির তীব্র অভাব
পরবর্তী নিবন্ধসাংবাদিক শামসের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ