প্রথমবার শর্টফিল্মে আফজাল হোসেন

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

অভিনেতা-নির্মাতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন আফজাল হোসেন। মঞ্চ, নাটক, চলচ্চিত্র সব মাধ্যমের অভিনেতা হিসেবে তিনি সফল। পাশাপাশি নাটক বিজ্ঞাপন নির্মাতা হিসেবেও তিনি আলোচিত। ৪৬ বছরের বর্ণিল ক্যারিয়ারে এই প্রথম অন্যরকম একটি কাজ করলেন আফজাল হোসেন। তিনি জানান, প্রথমবার শর্টফিল্মে অভিনয় করছেন। অভিনয়ে আগের মতো নিয়মিত নন আফজাল হোসেন। সর্বশেষ জি ফাইভে মুক্তি পাওয়া মোস্তফা সরয়ার ফারুকীর লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। এবার আফজাল হোসেন শর্টফিল্ম ‘মর্নিং কফি’তে অভিনয় করলেন। এটি পরিচালনা করেছেন বাসার জার্জিস। নির্মাতা বলেন, শিগগির এটি অবমুক্ত হবে। আফজাল হোসেন জানান, তিনি কম কাজ করেন। কাজের ক্ষেত্র আর বাসা ছাড়া সঙ্গত কারণে কোথাও যান না। তাই এ প্রজন্মের সঙ্গে তার যোগাযোগ কম। সোশ্যালাইজিংও খুব একটা করেন না। তাছাড়া সহজেই কেউ ভাবেন না তাকে নিয়ে কাজ করবে। কিন্তু পরিচালক বাসার জার্জিস ভেবেছে। তার কনটেন্টটা আমার কাছে আলাদা লেগেছে। আফজাল হোসেন মনে করেন, যে কোনো অভিনেতার ভেতরে সবসময় ভিন্ন ভিন্ন ধাঁচের চরিত্র করার আকাঙ্ক্ষা থাকে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছেন মুনমুন
পরবর্তী নিবন্ধফাইনালটা দুই চ্যাম্পিয়নের নাকি দুই নতুনের