প্রত্যয়ের রবীন্দ্র নজরুল জয়ন্তী

| বুধবার , ২৫ মে, ২০২২ at ৭:১৩ পূর্বাহ্ণ

রবীন্দ্র ও নজরুল বন্দনা, কবিতা, গান, নৃত্য ও কথামালার মধ্য দিয়ে ২১ মে শনিবার পটিয়া ক্লাব মিলনায়তনে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রত্যয়ের নির্বাহী সদস্য আবৃত্তি শিল্পী প্রণব চৌধুরী। অধ্যক্ষ আবু তৈয়বের সভাপতিত্বে বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, প্রাবন্ধিক কামরুল হাসান বাদল, রাজনীতিবিদ বিজন চক্রবর্তী, ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলী, অধ্যাপক শান্তপদ বড়ুয়া, রোকন উদ্দীন, এমরান হোসেন রাসেল।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন অসীম শর্মা, শিমুল মল্লিক, শিবু মল্লিক, অগ্নিলা শর্মা দিয়া। আবৃত্তি ও ছড়া পাঠ করেন আ ফ ম মোদাচ্ছের আলী, প্রণব চৌধুরী, অর্পণ চক্রবর্তী, হামীম রায়হান। দলীয় গান ও নৃত্য পরিবেশন করেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধশুটিংয়ে ফিরলেন নিপুণ
পরবর্তী নিবন্ধমুক্তি পাচ্ছে ‘তালাশ’