প্রত্যাশিত জয় এলো অনায়াসে

| বুধবার , ২৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

ব্যাটিংয়ে নামা সব ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১২২-এর বেশি। বাংলাদেশের বাস্তবতায় দারুণ ব্যাপার। প্রত্যাশিত জয় এলো অনায়াসে। কিন্তু ফিফটি নেই একজনেরও। শেষ ৫ ওভারে বাউন্ডারি স্রেফ ৩টি! বোলিংয়ের শুরুটাও দুর্দান্ত। ৭ ওভার শেষে সংযুক্ত আরব আমিরাতের রান ৪ উইকেটে ৩০। কিন্তু সেখান থেকে তারা খেলে ফেলল ২০ ওভার পুরো। উইকেট পড়ল পরে আর মোটে একটি! আগের ম্যাচের মতো হাড্ডাহাড্ডি লড়াই এবার হলো না। তবু বাংলাদেশের জয়ে পুরো তৃপ্তি ধরা দিল না। খবর বিডিনিউজের।
৩২ রানের জয়। ২-০তে সিরিজ জয়। সবই প্রত্যাশিত। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে তো জয়টাই মুখ্য নয়, বাংলাদেশের চাওয়া ছিল কিছু প্রশ্নের উত্তর। সেসব মেলেনি খুব একটা, বরং উঁকি দিচ্ছে আরও বেশি প্রশ্ন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগের ম্যাচের উইকেটেই হলো এই ম্যাচ। কিছুটা শুষ্ক থাকলেও উইকেট ব্যাটিং সহায়কই। বাংলাদেশ করতে পারল ২০ ওভারে ১৬৯। ‘মেক শিফট’ থেকে নিয়মিত ওপেনার হওয়ার চেষ্টায় থাকা মেহেদী হাসান মিরাজের ৩৭ বলে ৪৬ রানের ইনিংস দলের সর্বোচ্চ। আমিরাতের সঙ্গে অন্তত ১৮০ রান করতে না পারা কিংবা ব্যাটসম্যানদের কারও বড় ইনিংস খেলতে না পারার দিকে আঙুল তোলাই যায়। যেমন প্রশ্ন তোলা যায় বোলিং নিয়েও। ২৯ রানে ৪ উইকেট হারানো আমিরাত পরে করে ফেলল ৫ উইকেটে ১৩৭। টস ভাগ্যকে এ দিনও পাশে পায়নি বাংলাদেশ। তবে ব্যাটিংয়েরে শুরুটায় ছিল কিছুটা স্বস্তি। মিরাজ ও সাব্বির রহমান এ দিন দলকে মোটামুটি ভালো শুরু এনে দিতে পারেন। রান তাড়ায় আরব আমিরাত এ দিন চ্যালেঞ্জ জানাতে পারেনি আগের ম্যাচের মতো। শুরু থেকেই তাদের চেপে ধরে বাংলাদেশের বোলাররা। একাদশে ফেরা তাসকিন গতির সঙ্গে মুভমেন্টও আদায় করে নেন। নাসুম আহমেদ ক্রিজে আটকে রাখেন ব্যাটসম্যানদের। প্রথম ৪ ওভারে রান আসে কেবল ১১। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়ে আমিরাত। মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামের বিশ্রামে সুযোগ পাওয়া তাসকিন-ইবাদত খারাপ করেননি বোলিং। তবে আরেক পেসার সাইফ উদ্দিন এই ম্যাচেও ছিলেন একদম নির্বিষ। দেশের বাইরে অকার্যকর বোলিংয়ের ধারা থেকে বের হতে পারেননি নাসুম আহমেদ। সব মিলিয়ে বিশ্বকাপের প্রস্তুতি পর্বে খুব বেশি আশার রসদ মিলল না এই আরব আমিরাত সফর থেকেও।

পূর্ববর্তী নিবন্ধকরোনাকালে অস্থায়ী নিয়োগ পাওয়া ১১৯ জনের অব্যাহতি প্রত্যাহার দাবি
পরবর্তী নিবন্ধজন্মদিন পালন করতে না যাওয়ায় চবিতে সাংবাদিককে ছাত্রলীগের মারধর