প্রতি জাহাজে ওয়াচম্যান নিয়োগের দাবি

বন্দর ওয়াচম্যান সমন্বয় পরিষদের সভা

| বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর ওয়াচম্যান সমন্বয় পরিষদের সভা গত ১ ডিসেম্বর সল্টগোলা ক্রসিংয়ে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকেরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো. শফর আলী।
প্রধান বক্তা ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের সদস্য সেলিম আফজল। বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি এম ফসিউল আলম, সহ সভাপতি মো. রিপন, শাহজাহান, আবু সাঈদ, আবদুর রহিম বাদশা, আবদুর রব, মো. ইউনুস, মো. হাসেম, জাহাঙ্গীর, মো. নেছার, সুমন, মো. বদি ী মো. মামুন।
বক্তারা বলেন, বিগত ১০ বছর বন্দর কর্তৃপক্ষ ওয়াচম্যানদের প্রাপ্য বেতন বৃদ্ধি, ডিউটি পোশাক, ঈদ বোনাস, মৃত্যুজনিত খরচ, কল্যাণ তহবিলের হিসাব প্রদান করতে ব্যর্থ হয়েছে, যা প্রচলিত আইন পরিপন্থি ও ওয়াচম্যান নীতিমালার স্ববিরোধী কর্মকাণ্ড। অবিলম্বে উপরোক্ত দাবি বাস্তবায়ন এবং বন্দরের প্রতিটি জাহাজে ওয়াচম্যান নিয়োগ বাধ্যতামূলক করার জোর দাবি জানান বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসদরঘাটে গ্রেপ্তার ৬ জঙ্গির বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
পরবর্তী নিবন্ধজনগণের সরকার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই